কামরুল-আমুকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ১:৫৯ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন।

পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর একটি মামলায় দুজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেখানে মোট আসামি ছিলেন ৪৫ জন।

তাদের মধ্যে একজন ছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু। আরেকজন হলেন সাবেক এমপি কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইবলের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেপ্তার হন। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা আজকে ট্রাইবুনালে একটি দরখাস্ত দাখিল করেছি। তাদেরকে ট্রাইবুনালে উপস্থাপন করার জন্য। তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ পাওয়া গেছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইবুনাল সন্তুষ্ট হয়েছে এবং আগামী ৪ ডিসেম্বর তাদেরকে ট্রাইবুনালে উপস্থাপন করার জন্য বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন