রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ৬:১১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ছাত্রলীগের কর্মী সন্দেহে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

সন্দেহভাজর ছাত্রলীগের ওই কর্মীর নাম আকিফ-ই-রাব্বি (১৯)। তিনি নগরের সাগরপাড়া মহল্লার গোলাম নবীর ছেলে।

পুলিশের কাছে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। কয়েকটি ছবি দেখান, যেখানে যুবলীগ নেতা জহিরুল হক রুবলের সঙ্গে তাকে দেখা যায়। তবে সেটি একটি অনুষ্ঠানে তোলা বলে জানান আকিফ।

এদিকে, এখনো ছাত্রলীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের গ্রেপ্তারে পুলিশের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতা এমদাদুল হক। তিনি বলেন, ‘আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’

বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগের কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন