জাতীয় অর্থনৈতিক শুমারী ২০২৪ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪; সময়: ৯:০৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রবিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ডের মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারী-২০২৪ এ মূল শুমারীর রাজশাহী সিটি কর্পোরেশন জোন-০২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের চার দিনব্যাপি (০৫-০৮ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রাজশাহী যুগ্ম পরিচালক জনাব মোঃ আব্দুল হালিম, উপস্থিত ছিলেন ডিসিসি রাজশাহী-১ জনাব মোঃ সাখাওয়াত হোসেন, জনাব ইউসিসি রা.সি.ক মোঃ আসিফ ইকবাল, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অব: ডিজিএম মনোয়ার হোসেন সেলিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণের মাস্টার ট্রেনার ও জোনাল অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম পরিচালক জনাব মোঃ আব্দুল হালিম বলেন অর্থনৈতিক শুমারী একটি রাষ্ট্রিয় অতি গুরুত্ত্বপূর্ণ কার্যক্রম। অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় তিনি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সাথে প্রশিক্ষণ বিষয়ে জানতে চান এবং সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশংসা করেন পাশাপাশি শুমারির কার্য্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহব্বান জানান এবং যে কোন সময় যে কোন প্রয়োজনে তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল আগামী ১০-১৬ডিসেম্বর ৪র্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হতে যাচ্ছে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন